আদমদিঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল্লাহ দেওয়ান জানান, ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল এবং উপজেলার নশরৎপুর ইউনিয়নের শাঁওইল কান্চনপাড়ার বাসিন্দা ২৯ বছর বয়সী ওই ব্যক্তি গত ১০ এপ্রিল ছুটিতে গ্রামের বাড়ি আসেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইন না মেনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে বেড়ান।
এসময় তিনি পরিবার, আত্মীয়স্বজনসহ অনেক মানুষের সাথে মেলামেশা করেন। এ অবস্থায় ওই পুলিশ কনস্টেবল অসুস্থ বোধ করলে গত ১৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার তার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এ খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় করোনা আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, স্বাস্থ্য বিভাগের পরামর্শে বৃহস্পতিবার রাত ১২টার পর পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। মাইকে এ ঘোষণা চলছে পুরো উপজেলায়।